নতুন আপডেট কিভাবে লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন
পরিচিতি আলোচনা করি:
আপনি কিভাবে লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন তা শিখবেন এই টিউটোরিয়ালে। এর মাধ্যমে আপনি ওয়ার্ডপ্রেস প্র্যাক্টিস করতে পারবেন অথবা ওয়ার্ডপ্রেস স্টাডি করতে পারবেন বিনামূল্যে হোস্টিং ডোমেন কিনা না কিন্তু কম্পিউটার লোকালে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। চলুন শুরু করা যাক।
ধাপ ১: XAMPP সফটওয়্যার ডাউনলোড ও ইনস্টল করতে হবে।
প্রথমে আমরা একটি সফটওয়্যার নাম XAMPP ডাউনলোড এবং ইনস্টল করব। এটা করার জন্য আমরা গুগলে গিয়ে XAMPP সার্চ করব। এরপর আমরা ApacheFriends.org এর লিঙ্ক ভিজিট করব। এরপর XAMPP for Windows অপশন ডাউনলোড করব।
ধাপ ২: XAMPP ইনস্টল করার যা করতে হবে।
সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেলে আপনি সেটি ওপেন করুন। এরপর নিচের Next অপশন গুলি ক্লিক করে সফটওয়্যার ইনস্টল করুন। Finish বাটনে ক্লিক করে ইনস্টলেশন সম্পন্ন করুন। তারপর কম্পিউটারের স্ক্রিনে XAMPP কন্ট্রোল প্যানেল অপেন হয়ে যাবে।
ধাপ ৩: ডাটাবেস তৈরি এবং ইউজার তৈরি করার নিয়ম জানতে হবে।
এখন আমরা একটি ডাটাবেস তৈরি করব এবং একটি ইউজার আইডি তৈরি করব। ডাটাবেসটি এবং ইউজারটি তৈরি করার জন্য আপনাকে ওয়েব ব্রাউজারে localhost লিখে এন্টার করতে হবে। তারপর সার্ভার আপাতত চালু করে দিতে হবে। এরপর ওয়েব পেজের মেনুতে যাওয়া যাবে এবং ডাটাবেস সেলেক্ট করতে হবে। এবং ডাটাবেসের নাম দিতে হবে। এরপর আপনাকে সেই ডাটাবেসের মেনু সিলেক্ট করতে হবে এবং সেখানে একটি নতুন ডাটাবেস তৈরি করতে হবে।
ধাপ ৪: ওয়ার্ডপ্রেস ডাউনলোড এবং ইনস্টল করার পরে কি ভাবে ইউজার নাম তৈরি করতে হবে।
এখন আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করব এবং এই ডাটাবেস এবং ইউজার নাম দিয়ে ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার জন্য আপনাকে ওয়োর্ডপ্রেস.অর্গ ওয়েবসাইটে যেতে হবে। এরপর আপনি “Get WordPress” অপশন সিলেক্ট করবেন এবং ওয়ার্ডপ্রেস ডাউনলোড করবেন। এরপর আপনাকে সকল ওয়ার্ডপ্রেস ফাইলগুলি সিলেক্ট করতে হবে এবং সব ফাইল কপি করতে হবে। তারপর আপনাকে কম্পিউটারের C Drive, Xampp, STDocs ফোল্ডারে যেতে হবে। এখানে আপনাকে নতুন একটি ফোল্ডার তৈরি করতে হবে। এবং সেখানে আপনি ওয়ার্ডপ্রেস ফাইলগুলি পেস্ট করতে হবে। এরপর আপনাকে wp-config ফাইলটি খুলে দিয়ে ডাটাবেস নাম, ইউজারনেম এবং পাসওয়ার্ড প্রবেশ করতে হবে।
ধাপ ৫: ওয়ার্ডপ্রেস চালু করার পরে কিভাবে লগিং করতে হয়।
এবার আপনি ওয়ার্ডপ্রেস সাইটে যাওয়ার জন্য আপনাকে ওয়েব ব্রাউজারে localhost/proyecto বা localhost/proyecto/portfolio লিখে এন্টার করতে হবে। এখানে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের নাম প্রবেশ করতে পারবেন। এই ভাবে আপনি আপনার লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন।
কাজ শেষ করার পরে যা করতে হবে?
আপনি কাজ শেষ করলে আপনি কন্ট্রোল প্যানেল বন্ধ করতে পারেন। কিন্তু আপনি যদি একটি সাইট ভিজিট করতে চান তখন সিস্টেমটি চালু থাকতে হবে।
সমাপ্তি করার আগে যা করতে হবে?
আমরা আমাদের লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস কনফিগার করতে শিখেছি। আমাদের আর হোস্টিং ডোমেন ক্রয় করার দরকার নেই, কারণ আমরা যেওয়ার্ডপ্রেস অ্যাপলিকেশনটি আমাদের কম্পিউটারে ইনস্টল করে দিয়েছি। আপনি প্রয়োজন হলে আমাদের সৃষ্টি করা ওয়ার্ডপ্রেস সাইটটি দেখতে পারেন। ধন্যবাদ।